শ্রীময়ী আলো
শ্রীময়ী আলো
Author / Editor : iPatrika Crawler
সন্ধি
জলের ভিতরে একটা অদ্ভুত চিৎকার চাপা পড়ে থাকে
সেখানে স্বাভাবিক মেঘ বৃষ্টির আসা যাওয়া নেই
উপরের ঢেউ তার নাগাল পায় না
ব্ল্যাক হোল আর ব্ল্যাক ম্যাজিকের কথোপকথন
যে কোনো মাঝবয়সি সংলাপের মধ্যে
থাকে এক যুবতী রাত -
তার কানপাশায় বসানো শব্দহীন ব্রহ্ম
ঘুমের মত দ্বিধা হীন প্রণয় আর স্বপ্নের মত মিথ
কিছু রঙিন মাছ খেলা করে
নীল ছায়ার সাথে ওদের কোনো সন্ধি নেই
দেশের সীমা জানা শৈবাল
ভাসমান প্রাকৃতে লেখে জন্মদাগ, প্রাগ্-ভাষ
অভিকর্ষের তিক্ততা কাটিয়ে বিস্তারের লোভেই সাগর - জীবন হয়ে ওঠে
Review Comments
Social Media Comments